☎ Hot line: 01916-730943, 01761-403785 (10AM – 10PM)
- Home /
- Page
শর্তাবলী
১. লাইসেন্স, সাবক্রিপশন অথবা অন্যান্য সার্ভিস প্রোডাক্টের লাইসেন্স ওয়ারেন্টি নীতিমালাঃ
- (১.১) প্রতিটি লাইসেন্স, সাবক্রিপশন অথবা অন্যান্য সার্ভিস প্রোডাক্টের ডেসক্রিপশনে ওয়ারেন্টি সময় নির্ধারন করা আছে, সেটি কার্যকর হবে।
- (১.২) কোন লাইসেন্স, সাবক্রিপশন অথবা অন্যান্য সার্ভিস যদি উক্ত ওয়ারেন্টি সময়ের মধ্যে সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে D5 Digital এর সাপোর্টে যোগাযোগ করতে হবে, এতে D5 Digital ওয়ারেন্টি সময় সাপেক্ষ্যে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবে।
- (১.৩) ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে নির্দিষ্ট উল্লেখিত সময় পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
- (১.৪) বিক্রয়কৃত সকল সফটওয়্যারের ফিচার নির্ভর করবে সংশ্লিষ্ট সফটওয়্যার কোম্পানির উপর, কেননা কোম্পানি তাদের নিজস্ব নীতিমালা যেকোনো সময় পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে D5 Digital দায়বদ্ধ থাকবে না।
২. প্রোডাক্ট ডেলিভারি পদ্ধতি:
- (২.১) যেহেতু আমাদের সার্ভিস গুলো ডিজিটাল, সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি করা হয় ইমেইলের মাধ্যমে।
- (২.২) অবশ্যই সঠিক ই-মেইল প্রদান করে অর্ডার করতে অনুরোধ করা হচ্ছে। যদি ভুল ই-মেইল দেওয়া হয় সেক্ষেত্রে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে, তবে সেটি অবশ্যই ওয়ারেন্টি সময়ের মধ্যে হতে হবে।
- (২.৩) প্রোডাক্ট ডেলিভারি সময়, কোনখেত্রে তাৎক্ষণিক অথবা ৩০ মিনিটের মধ্যে হয়। তবে, প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় পর্যন্ত হতে পারে।
৩. ওয়ারেন্টি বা সাপোর্ট প্রদানের পদ্বতিঃ
- (৩.১) যদি উল্লেখিত ওয়ারেন্টির সময়ের মধ্যে থাকে তাহলে D5 Digital সেই সাপোর্ট প্রদান করবে, অর্থাৎ লাইসেন্স হলে সেটি পরিবর্তন করে দিবে, এবং যদি সাবস্ক্রিপশন হয় তবে সেটির সমস্যা সমাধান করে দিবে।
- (৩.২) সফটওয়্যার ইন্সটলেশন সম্পর্কিত কোন সাপোর্ট D5 Digital দিতে বাধ্য থাকিবে না। অর্থাৎ, উইন্ডোজ সেটাপ, অফিস বা অন্যান্য সফটওয়্যার ইন্সটলেশন, ক্র্যাকড সফটওয়্যার ইন্সটলড থাকলে অথবা ক্রেতার ডিভাইসে ভুল ভার্শন সফটওয়্যার ইন্সটল থাকলে, এসকল ক্ষেত্রে D5 Digital সাপোর্ট প্রদান করবেনা।
- (৩.৩) ওয়ারেন্টি সময়কালে ক্রেতা সমস্যা সম্মুখীন হলে সাপোর্ট দেওয়া হবে (রিমোট) ভাবে, অর্থাৎ ক্রেতার ডিভাইসে (TeamViewer) অথবা (Anydesk) থাকা বাধ্যতামূলক।
- (৩.৪) ওয়ারেন্টি সময় অতিক্রম করার পর কোনোরকম সাপোর্ট প্রদান করার দায়বদ্ধতা D5 Digital রাখেনা।
- (৩.৫) বিক্রয়কৃত প্রোডাক্টের সার্ভিস ব্যাতিত অন্যান্য ক্ষেত্রে সাপোর্ট প্রদান করতে D5 Digital দায়বদ্ধ নয়, অথবা কোন মন্তব্য গ্রহণযোগ্যতা পাবেনা।
- (৩.৬) ডিজিটাল সার্ভিস বা প্রোডাক্টের নির্দিষ্ট সাপ্লায়ার বা সেলার থাকেনা, কম মূল্যে সঠিক সার্ভিসটি প্রদানের লক্ষ্যে আমাদের বিভিন্ন দেশের সেলার, রিসেলার এবং সাপ্ল্যায়ার দের থেকে সংগ্রহ করে থাকি।, এবং পরবর্তীতে সেগুলো আমরা রিসেল করে থাকি। এই সম্পূর্ণ প্রসেসে কোন কম্পানির রুলস রেগুলেশন ব্যাঘাত ঘটতে পারে, এই অবস্থায় প্রোডাক্ট সফলভাবে ডেলিভারি হওয়ার পর উক্ত প্রোডাক্টের কোন রকম আইনি জটিলতায় D5 Digital দায়বদ্ধ নয়।
৪. পরিষেবা বা সার্ভিস স্থগিত প্রসঙ্গেঃ
- (৪.১) কোন ব্যাবহারকারী যদি পরিষেবা বা সার্ভিসের সঠিক ব্যবহার লঙ্ঘন করে, কোনরকম পূর্ব নোটিশ ছাড়া যেকোন সময় ব্যবহারকারীর পরিষেবা বন্ধ বা স্থগিত করার অধিকার D5 Digital সংরক্ষণ করে।
- (৪.২) কোন পরিষেবা বা সার্ভিসে স্থগিত করা হলে, ব্যবহারকারীর প্রদানক্রত অর্থ ফেরত দেওয়া হবেনা।
৫. পেমেন্ট পলিসিঃ
- (৫.১) bKash Online পেমেন্ট এর ক্ষেত্রে কোন আলাদা চার্জ প্রযোজ্য হবেনা।
- (৫.২) sslcommerz, easy payment system (EPS), paystation, aamarpay পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে তাদের নির্ধারিত চার্জ যুক্ত হবে, যা সাধারণত ১.৫% হতে ৩.১০% পর্যন্ত।
- (৫.৩) Bank Transfer পেমেন্টে আলাদা চার্জ প্রযোজ্য হবেনা, উল্লেখ্য (NPSB, RTGS, BEFTN) এর ক্ষেত্রে আমাদের একাউন্টে টাকা জমা হবার পর প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি করা হবে।
- (৫.৪) Manual Payment এর ক্ষেত্রে ব্যাংক পেমেন্ট এর ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবেনা, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে তাদের নির্ধারিত চার্জ যুক্ত হবে, যা হচ্ছে বিকাশ- ১.৮৫% , নগদ – ১.৫০% , রকেট- ১.৬০% ।
- (৫.৫) ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ক্রেতা যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছেন অবশ্যই সেই কার্ডের স্বচ্ছ ছবি এবং কার্ডহোল্ডারের ভোটার আইডি / ন্যাশনাল আইডি / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট এর স্বচ্ছ ছবি আমাদের অফিশিয়াল ইমেইল / ফেইসবুক পেইজ / লাইভ চ্যাট এ পাঠাতে হবে। (ছবিতে অবশ্যই কার্ড নাম্বারের প্রথম ৬ ডিজিট এবং শেষ ৪ ডিজিট স্পষ্ট বুঝা যেতে হবে), অন্যথায় উক্ত অর্ডারটি ডেলিভারি করা হবেনা। View Sample
D5 Digital একটি রিসেলার প্রতিষ্ঠান। সকল প্রোডাক্ট, সার্ভিস বা সফটওয়্যার প্রতিষ্ঠানের অফিসিয়াল বিক্রেতা নয়। কিছু প্রোডাক্ট, সার্ভিস বা সফটওয়্যার ব্যতীত সকলই আন-অফিসিয়ালি, যা বিভিন্ন সাপ্লায়ার, বিক্রেতা বা রিসেলার থেকে ক্রয় করে পুনরায় কাস্টমারদের কাছে বিক্রি করা হয়। প্রয়োজনে যেকোনো সময় যেকোনো তথ্য বা শর্ত পরিবর্তনের ক্ষমতা D5 Digital রাখে।
শর্ত সংযুক্ত পেইজঃ Refund and Returns Policy , Order Cancellation Policy , Privacy Policy
উক্ত শর্তগুলো মেনে নিয়ে আপনি অর্ডার করতে যাচ্ছেন, শর্ত ব্যতীত কোন মন্তব্য গ্রহণযোগ্যতা পাবেনা।
Terms & Conditions
1. License, Subscription or Other Service Product License Warranty Policy:
- (1.1) The warranty period specified in the product description for each license, subscription or other service shall apply.
- (1.2) If any license, subscription or other service encounters a problem during the warranty period, D5 Digital support shall be contacted, and D5 Digital shall take effective measures within the warranty period.
- (1.3) In the case of physical products, the replacement warranty shall apply until the specified period.
- (1.4) All features of the sold software will depend on the respective software company, as the company may change its policies at any time. In such cases, D5 Digital will not be held responsible.
2. Product Delivery Process:
- (2.1) As our services are digital, all our products are delivered via email.
- (2.2) Must be requested to provide correct e-mail to order. In case of incorrect e-mail, please contact us immediately, provided it is within the warranty period.
- (2.3) The product delivery time may be immediate or within 30 minutes in some cases. However, in adverse situations, it can take up to a maximum of 24 hours.
3. Process of providing warranty support:
- (3.1) If it is within the specified warranty period, D5 Digital will provide that support, meaning if it is a license, it will be replaced, and if it is a subscription, it will be resolved.
- (3.2) D5 Digital shall not be obligated to provide any support related to software installation. This includes Windows setup, Office or other software installation, cases where cracked software is installed, or if the wrong version of software is installed on the customer’s device. In such situations, D5 Digital will not provide support.
- (3.3) If the buyer encounters a problem during the warranty period, support will be provided (remotely), meaning it is mandatory to have (TeamViewer) or (Anydesk) on the buyer’s device.
- (3.4) D5 Digital is not responsible for providing any support after the warranty period has expired.
- (3.5) D5 Digital shall not be responsible for providing support in cases other than the service of the sold product, nor will any comments be considered acceptable.
- (3.6) There are no fixed suppliers or sellers for digital services or products. In order to deliver the right service at an affordable price, we collect them from various sellers, resellers, and suppliers across different countries, and then resell them. During this process, the rules and regulations of certain companies may be violated. In such cases, once the product has been successfully delivered, D5 Digital will not be held liable for any legal issues related to that product.
4. Termination of Services:
- (4.1) D5 Digital reserves the right to terminate or suspend the User’s service at any time without prior notice if any User violates the Service or the proper use of the Service.
- (4.2) In case of suspension of any service or service, the amount paid by the user will not be refunded.
5. Payment Policy:
- (5.1) No separate charges will be applicable for bKash Online Payment.
- (5.2) In the case of payment gateways like SSLCommerz, Easy payment system (EPS), PayStation, and Aamarpay, their specified charges will be applied, which usually range from 1.5% to 3.10%.
- (5.3) No additional charges will apply for Bank Transfer payments. Please note that for NPSB, RTGS, or BEFTN, the product or service will be delivered only after the payment has been deposited into our account.
- (5.4) In case of using Manual Payment, no charge will be applicable in case of bank payment, in case of mobile banking, their prescribed charges will be added, which are bkash-1.85%, Nagad-1.50%, Rocket-1.60%.
- (5.5) In case of international payment, the customer must send a clear picture of the card through which the payment was made and a clear picture of the cardholder’s Voter ID / National ID / Driving License / Passport to our official emial / Facebook page / Live chat. (The first 6 digits and last 4 digits of the card number must be clearly viewable in the picture), otherwise the order will not be delivered. View Sample
D5 Digital is a reseller company. It is not the official seller of all products, services, or software companies. Except for some products, services, or software, all are sold unofficially, purchased from various suppliers, vendors, or resellers, and then resold to customers. D5 Digital reserves the right to change any information or terms at any time as needed.
Including in terms pages: Refund and Returns Policy , Order Cancellation Policy , Privacy Policy