Envato Elements এবং Freepik টিউটোরিয়াল ভিডিও

লাইসেন্স ডাউনলোড এবং ফাইলস ডাউনলোড

ফাইলস ডাউনলোড করার পর সেই ফাইল এবং ফাইল এর লাইসেন্স পুণরায় ডাউনলোড করা যাবে। এজন্য ড্যাশবোর্ড এ গিয়ে License Download অপশনে ক্লিক করলে ফাইল এবং লাইসেন্স ডাউনলোড করার মাধ্যম পেয়ে থাকবেন। এতে করে ডাউনলোড ফেইল্ড হলে পুণরায় ফাইল এখান থেকে লিমিট ছাড়াই ডাউনলোড করা যাবে। মনে রাখতে হবে, Gofile ওয়েবসাইটে ফাইল এবং লাইসেন্স ২৪ ঘন্টা পর্যন্ত স্টোর থাকবে।

একই ফাইল একাধিকবার ডাউনলোড এ করনীয়

ফাইল ডাউনলোড করার সময় অথবা ডাউনলোড হওয়া অবস্থায় ফেইল্ড হয় এতে করে পুণরায় লিঙ্ক দিয়ে ওয়েব প্যানেল থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই, এতে করে লিমিট চার্জ হবে। কোন ফাইল যদি একবার ডাউনলোড করা হয় এটি Gofile ওয়েবসাইটে সয়ংক্রিয় ভাবে আপলোড হয়ে থাকবে, অর্থাৎ Dashboard থেকে License Download অপহসন এ ক্লিক করলে ফাইল এবং লাইসেন্স ডাউনলোড এর অপশন পেয়ে যাবেন। সেখানে থেকে একই ফাইল একাধিক বার ডাউনলোড করা যাবে।

License Download অপশন দেখা না গেলে করনীয়

ফাইল এর সাইজ অথবা সিস্টেম এর কোন ত্রুটির জন্য License Download অপশন টি শো হতে দেরি হতে পারে। যেহেতু আমরা স্টোরেজ এর জন্য ফ্রি সার্ভিস Gofile ব্যবহার করি, এজন্য ফাইল আপলোড হতে মাঝে মধ্যে বিলম্ব হয়। দেরি হলেও এটি স্বংক্রিয় ভাবে ২৪ ঘন্টার মধ্যে Dashboard এ শো করবে। শো না করলে এবং ইমার্জেন্সি লাইসেন্স এর প্রয়োজন হলে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

GoFile ওয়েবসাইট থেকে ডাউনলোড সমস্যা

Gofile ওয়েবসাইট এ ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে Overload শো করলে, আপনার IP Address ভিপিএন দ্বারা পরিবর্তন করে নিলেই ডাউনলোড অপশন চলে আসবে। এবং বিজ্ঞাপন শো করলে, কিবোর্ড থেকে Esc বাটন প্রেস করলে বিজ্ঞাপন চলে যাবে। সাজেশনঃ Ad Blocker ব্যবহার করতে পারেন।